কালো জিরার গুনাবলী জানার আগে
আসুন জেনে নিন কালো জিরা সম্পর্কিত কিছু বিশেষ তথ্য, যা হয়ত আগে অজানা ছিল :
বোটানিক্যাল নাম : ‘নাইজিলা
সাটিভা’ (Nigella
sativa)
ইংরাজি নাম ব্ল্যক কিউমিন (Black Cumin)
পরিবার : পার্সলে
পরিবারের উদ্ভিদ
কালো জিরা গাছের বীজে প্রায়
১০০টি রাসায়নিক যৌগ আছে :
রোমান সাম্রাজ্যের মত প্রাচীন
সভ্যতাগুলো কালোজিরা কে "সব আরোগ্য" (Panacea) বলা হত যার আক্ষরিক অর্থ
"সর্বব্যাধির ঔষধ" (cure
all)। রোম এর
ঔষধ হিসাবে কালোজিরার ব্যাপক ব্যবহার ব্যাখ্যা করা হয়েছে।
কালো জিরা
প্রোটিন,
ভিটামিন B1,
ভিটামিন B2,
ভিটামিন B3,
ক্যালসিয়াম ও লৌহ মত পুষ্টি সমৃদ্ধ
ওষধি।
কালো জিরা মূল গুনাবলির কিছু নিচে উল্লেখ করা হল:
১। রক্তচাপ :কালোজিরা নিন্ম রক্তচাপকে বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপকে হ্রাসের মাধ্যমে শরীরে রক্তচাপ এর স্বাভাবিক মাত্রা সুনিশ্চিত করতে সহায়তা করে
১। রক্তচাপ :কালোজিরা নিন্ম রক্তচাপকে বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপকে হ্রাসের মাধ্যমে শরীরে রক্তচাপ এর স্বাভাবিক মাত্রা সুনিশ্চিত করতে সহায়তা করে
২। পেট এবং অন্ত্র, কিডনি : এটি
শ্বসনতন্ত্র, সংবহন
এবং ইমিউন সিস্টেম,
পেট এবং অন্ত্র,
কিডনি এবং এমনকি লিভার সম্পর্কিত রোগের চিকিৎসা করে।
৩। বুকের দুধ : বৃদ্ধি-কালোজিরা মায়েদের বুকের দুধের প্রবাহ এবং স্থায়ীত্ব বৃদ্ধিতে
সহায়তা করে।
৪। ডায়াবেটিস : কালোজিরা ডায়াবেটিক রোগীদের রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিক আয়ত্তে
রাখতে সহায়তা করে।
৫। রক্তচাপ নিয়ন্ত্রন : কালোজিরা
নিন্ম রক্তচাপকে বৃদ্ধি এবং উচ্চ
রক্তচাপকে হ্রাসের মাধ্যমে শরীরে রক্তচাপ এর স্বাভাবিক
মাত্রা সুনিশ্চিত
করতে সহায়তা করে।
৬। চুল পড়া বন্ধ করে : কালোজিরা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুলপড়া বন্ধ করে এবং চুল
বৃদ্ধিতে সাহায্য করে।
৭। শিশুর দৈহিক ও মানসিক
বৃদ্ধি : কালোজিরা শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে
ত্বরান্বিত করতে সহায়তা করে।
৮। দেহের সাধারণ উন্নতি : নিয়মিত কালোজিরাসেবনে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ করে ও
সার্বিকভাবে স্বস্থ্যের উন্নতি সাধন করে।
৯৷ দাঁত ব্যথা ও কৃমি : দাঁত ব্যথা হলে কুসুম গরম পানিতে
কালো জিরা দিয়ে কুলি করলে ব্যথা কমে;
জিহ্বা,
তালু,
দাঁতের মাড়ির জীবাণু মরে। দেহের কাটা-ছেঁড়া শুকানোর জন্য কাজ
করে। কালো জিরা কৃমি দূর করার জন্য কাজ করে।
১০। সংক্রামক রোগ : কালো জিরায় রয়েছে অ্যান্টিমাইক্রোরিয়াল এজেন্ট, অর্থাৎ
শরীরের রোগ-জীবাণু
ধ্বংসকারী উপাদান। এ উপাদানের জন্য শরীরে সহজে ঘা, ফোড়া,
সংক্রামক রোগ (ছোঁয়াচে রোগ) হয় না।
১১। হৃদরোগ : চায়ের সঙ্গে নিয়মিত কালো জিরা মিশিয়ে অথবা এর তেল বা আরক মিশিয়ে পান করলে
হৃদরোগে যেমন উপকার হয়,
তেমনি মেদ ও বিগলিত হয়।
১২। অরুচি, উদরাময়, শরীর
ব্যথা, গলা
ও দাঁতের ব্যথা, মাইগ্রেন, চুলপড়া, সর্দি, কাশি, হাঁপানি
নিরাময়েকালো জিরা সহায়তা করে। ক্যান্সার প্রতিরোধক হিসাবেকালো
জিরা সহায়ক ভূমিকা পালন করে।
১৩। চুলপড়া, মাথাব্যথা, অনিদ্রা, মাথা
ঝিমঝিম করা, মুখশ্রী
ও সৌন্দর্য্য
রক্ষা,
অবসন্নতা-দুর্বলতা,
নিষ্ক্রিয়তা ও অলসতা,
আহারে অরুচি,
মস্তিষ্ক
শক্তি তথা স্মরণ শক্তি বাড়াতেও কালো জিরা উপযোগী।
১৪। জ্বর, কফ, গায়ের
ব্যথা দূর করার জন্য কালো জিরা যথেষ্ট উপকারী বন্ধু।
এতে রয়েছে ক্ষুধা বাড়ানোর উপাদান। পেটের যাবতীয় রোগ-জীবাণু ও গ্যাস দূর করে
ক্ষুধা বাড়ায়।
১৫। মধ্যপ্রাচ্যে প্রচলিত আছে
যে, কালো
জিরা যৌন ক্ষমতা বাড়ায় এবং
পুরুষত্বহীনতা থেকে মুক্তি দিতে সহায়তা করে।
কালো জিরা সম্পর্কিত আনন্দ বাজার পত্রিকার কিছি প্রতিবেদন- যা জানতে ক্লিক করুন নিচের লিঙ্ক এ :
https://www.anandabazar.com/lifestyle/health-and-beauty-benefit-of-black-cumin-dgtl-1.274443
https://www.anandabazar.com/lifestyle/few-amazing-lesser-known-facts-of-black-cumin-which-can-help-you-a-lot-1.847098
https://www.anandabazar.com/lifestyle/few-amazing-lesser-known-facts-of-black-cumin-which-can-help-you-a-lot-1.847098
সম্পাদনা : Mohammed Ali Khan, Bankura
Excellent, it helps to know more about Black Cumin, Thank You.
ReplyDeleteThanks Mr. Hannan......
DeleteMasha allah
ReplyDeleteThanks Mr. Yusuf..............
Delete