Wednesday, November 14, 2018

দৈনিন্দিন জীবনে ব্যবহার্য কিছু ইসলামি দুওয়া

দৈনিন্দিন জীবনে ব্যবহার্য কিছু ইসলামি দুওয়া

১- ঘুম থেকে ওঠার দোওয়া
    অলহমদু লিল্লাহিল্লজি আহয়ানা বাদি মা অমাতনা ওয়া ইলাহিন নশুর ।
২- ঘুমোতে যাওয়ার দোওয়া 
    অল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহয়া ।
৩- খাবার শুরু করার দোওয়া
    বিসমিল্লাহি আলা বরকাতিল্লাহ ।
৪- খাবার শেষে কোন দোওয়া পডতে হয় ?
    অলহমদু লিল্লাহিল্লজি অতয়ামনা ওয়া সকানা ওয়াজা অলনা মিনল মুসলিমিন ।
৫- আয়না দেখার দোওয়া
    অল্লাহুম্মা অনতা হস সনতু খুলকি ফ হস সিন খলক্বী ।
৬- বাথরুম যাওয়ার দোওয়া
    অল্লাহুম্মা ইন্নি অউয বিকা মিনল খুবসি ওয়াল খবাঈস ।
৭- বাথরুম থেকে বেরোবার দোওয়া
    অলহমদু লিল্লাহিল্লযি অযহব অন্নিল অযা ওয়া অফানি ।
৮- মসজিদে ঢোকার দোওয়া
    অল্লাহুম্মাফ তহলি অবওয়াবা রহমাতিকা ।
৯- মসজিদ থেকে বেরোবার দোওয়া
   অল্লাহুম্মা ইন্নি অস অলুকা মিন ফযলিক্ব ।
১০- ঘর থেকে বেরোবার দোওয়া
    ত ওয়াক কলতু অল অল্লাহ ।
১১- ঘরে প্রবেশ করার দোওয়া 
    সল্লল লাহু আলয়হি ওয়া সল্লম ।
১২- নতুন কাপড পরার দোওয়া
    অলহমদু লিল্লাহিল্লযি কসানি মা ওয়ারিয়া বিহি অওরতি ওয়া অতাজম্মলু বিহি ফি হয়াতি
১৩- স্নান করার দোওয়া
    নওয়াইতুল গসলি লি রফায়ল যনাবতি ।
১৪- দূখের খবরে কোন দোওয়া পডতে হয়
     ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলইহি রাজিউন ।
১৫- শয়তানি চিন্তা থেকে নিজেকে দুর রাখার দোওয়া
    লা হওলা ওয়ালা কুউ ওয়াতা ইল্লা বিল্লাহিল অলিইল অযিম ।
১৬- খারাপ স্বপ্ন দেখলে কোন দোওয়া পডতে হয়
    লা হওলা ওয়ালা কুউ ওয়াতা ইল্লা বিল্লাহিল অলিইল অযিম ।
১৭- তৌবা করার দোওয়া
    অসতগ ফিরুল্লাহা রব্বি মিন কুল্লি জমবিউ আতুবু ইলইহি ।
১৮-সফরে যাওয়ার আগে কোন দোওয়া পডতে হয়
    অসতউ দিয়ল্লাহা দিনাকা ওয়া অমানতাকা ওয়া খাতিমা অমালিকা ।
১৯- কোনো নতুন কাজ শুরু করার আগে কোন দোওয়া পডতে হয়
    বিসমিল্লাহি মজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লা গফুরুর রহিম ।
২০- চাঁদ দেখার দোওয়া কি
    আউয বিল্লাহি মিন শর রি হাযাল খাসিক্ব ।
২১- ওজুর সময় কোন দোওয়া পডতে হয়
     বিসমিল্লাহি ওয়াল হমদু লিল্লাহ ।
২২- কবরস্হানে ঢোকার দোওয়া
    অস সলামু অলইকুম ইয়া অহলল ক্ববুর ।
২৩- সব-এ-কদরে কোন দোওয়া পডতে হয়
   অল্লাহুম্মা ইন্নকা অফুউন তহিব বুল অফওয়াফা ফা ফু অন্নি ইয়া করিম ।
২৪- দাওয়ত খাওয়ার পর কোন দোওয়া পডতে হয়
   অল্লাহুম্মা অত ইম মন অত অমনি ওয়সক্বি মন সক্বানি ।
২৫- কবরে মাটি দেওয়ার দোওয়া
   মিনহা খলকনকুম ওয়া ফিহা নইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা রতন উখরা ।
২৬- কবরের আজাব থেকে বাঁচতে কোন দোওয়া পডতে হয়
   অল্লাহুম্মা সব্বিত অলা সওয়ালিম মুনকরিউঁ ওয়া নকির
২৭- মগরীব এবং ফজরের নমাজের পর কোন দোওয়া পডতে হয়
   অল্লাহুম্মা আ জিরনি মিনন নার ।
২৮- হাত মেলানোর দোওয়া
    ইয়গ ফিরুল্লাহ লনা ওয়ালা কুম ।
২৯- ওযু করতে করতে কোন দোওয়া পডতে হয়
   অল্লাহুম্মাগ ফিরলি ওয়া ওয়স সিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিযক্বি ।

সম্পাদনা : Mohammed Ali Khan, Bankura 


1 comment:

  1. Pincodes - titanium glasses
    ‎Products · mens titanium wedding rings ‎Pincodes · titanium men\'s wedding band ‎Placations titanium hair straightener of the highest quality. ➡ The highest titanium apple watch quality. ➤ Pincodes · ‎Pincodes · garmin fenix 6x pro solar titanium ‎Pincodes

    ReplyDelete